যোদ্ধা – মাইক্রো ফিকশন

file_5ef962-e4086f-8d0822-92af0d-3fe092-540138-520x245

সালঃ ১৯৭১
খাঁ পাড়ার মজিদ খাঁ-কে ধরে নিয়ে গেছে মিলিটারিরা, তার বিরুদ্ধে মুক্তিদের আশ্রয় দেয়ার গুরুতর অভিযোগ এসেছে, মজিদ খাঁ-কে কোমরে দড়ি পড়িয়ে গাড়িতে তোলা হলো, মেজর উঠলেন না, তবে বাকিদের উদ্দ্যেশ্যে বললেন ‘মে আভি আরাহু, তোম ইস হারামজাদেকো ক্যাম্প মে লে যাও’ মজিদ খাঁ-য়ের বাড়িতে তার দুই মেয়ে থরথর করে কাঁপছে।
সালঃ ২০১৪
আব্দুর রহমানের কাশির শব্দে রুমের সবাই বিরক্ত, তবে আব্দুর রহমানের দৃষ্টি প্রধান অতিথির আসনে বসে থাকা বশীর রহমানের দিকে, শরীরের রক্ত টগবগ করে ফুটছে আব্দুর রহমানের। মজিদ ভাই তাদের গ্রুপটাকে আশ্রয় দেয়ার খবরটা বশীরই মিলিটারিদের কানে দিয়েছিলো। এসব ভাবতে ভাবতেই কানে এলো উপস্থাপকের কন্ঠ ‘মুক্তিযোদ্ধাদের হাতে সনদ তুলে দেয়ার জন্যে আমন্ত্রন জানাচ্ছি মুক্তিযুদ্ধের সাহসী সেক্টর কমান্ডার বশীর রহমানকে’।

যোদ্ধা – মাইক্রো ফিকশন

Leave a comment